kalerkantho


নতুন ভ্যাট আইনে সরকার

১৪ মার্চ, ২০১৭ ০০:০০নতুন ভ্যাট আইনে সরকার

নতুন ভ্যাট আইনে সরকার সবার উপর খুচরা পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করেছে। দেশের কর্মসংস্থানের ৭৫ শতাংশ হয় এমএসএমই খাতের মাধ্যমে। শিল্প খাতে চাকরির ৮০ শতাংশই এমএসএমইভিত্তিক। তাই নতুন ভ্যাট আইনে খুচরা পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট আরোপের ফলে এসএমই ব্যবসায়ীরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়বে।

 

আবুল কাশেম খান

সভাপতি, ডিসিসিআইমন্তব্য