kalerkantho


লোটোর রানিং শু বাজারে

বাণিজ্য ডেস্ক   

১৪ মার্চ, ২০১৭ ০০:০০লোটোর রানিং শু বাজারে

লোটো সাধারণ মানুষের সুবিধা বিবেচনা করে হাল ফ্যাশনের সঙ্গে বাজারে এনেছে রানিং শু। এগুলোর দাম ১৪৯০ থেকে ৪৯০০ টাকা পর্যন্ত। এসব ইতালিয়ান ডিজাইনের রানিং শু দেশের সব লোটো আউটলেটে পাওয়া যাচ্ছে। সেখানে জুতার পাশাপাশি পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের রানিং ট্রাউজার, জার্সি টি-শার্ট।

এ ছাড়া সুস্থ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে চলতি বছর শুরু হয়েছে ‘লোটো লেটস্ রান’ ক্যাম্পেইন। পরিমিত ও আদর্শ খাদ্য গ্রহণের সঙ্গে নিয়মিত দৌড়ের অভ্যাস গড়ায় সচেতনতা সৃষ্টির জন্য লোটো এই ক্যাম্পেইন শুরু করেছে। এ ব্যাপারে লোটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল ইসলাম বলেন, ‘সুস্থ জাতি থাকলে সে দেশের উন্নতি ত্বরান্বিত হয়, সুতরাং সুস্থ বাংলাদেশ আমাদের এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য।’মন্তব্য