kalerkantho


তথ্য-প্রযুক্তি বিভাগের সঙ্গে অংশীদারিতে আইবিএম

নিজস্ব প্রতিবেদক   

১০ মার্চ, ২০১৭ ০০:০০দেশীয় নতুন উদ্যোগের (স্টার্ট-আপ) জন্য বৈশ্বিক উদ্যোক্তা কর্মসূচি চালু করল তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি বিভাগ এবং বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) করপোরেশন। এ উপলক্ষে সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে তথ্য-প্রযুক্তি বিভাগের দপ্তরে আইবিএম গ্লোবাল এন্টারপ্রেনার প্রগ্রামের আওতায় স্টার্ট-আপ ও উদ্যোক্তাদের আইবিএম ক্লাইড ও আইবিএম ক্লাউড প্ল্যাটফর্ম ব্লুমিক্সের ওয়াটসন অ্যাপ্লিকেশন প্রগ্রাম ইন্টারফেস ব্যবহার করতে পারবে। আইবিএমের সুবিশাল বৈশ্বিক নেটওয়ার্কের বড় বড় গ্রাহক, পরামর্শক এবং উদ্ভাবন কেন্দ্রগুলোর সঙ্গে দেশীয় উদ্ভাবনগুলোকে সংযোগ স্থাপন, উন্নয়ন ও প্রবৃদ্ধিতে সহযোগিতা করবে।

সমঝোতা স্মারক স্বাক্ষরের আগে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলকের নেতৃত্বে তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি বিভাগের প্রতিনিধিদল এবং আইবিএমের এশিয়া প্যাসিফিক অঞ্চলের চেয়ারম্যান ও সিইও র‌্যান্ডি ওয়াকারের নেতৃত্বে আইবিএম প্রতিনিধিদল এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়। এ সময় আইবিএম প্রতিনিধিদলের সদস্যরা বলেন, আইবিএম তথ্য-প্রযুক্তি বিভাগের সঙ্গে অংশীদারিভিত্তিতে কাজ করতে চায়। বাংলাদেশে স্টার্ট-আপ ইকোসিস্টেম সম্প্রসারিত হচ্ছে এবং বর্তমানে স্টার্ট-আপগুলো তাদের উদ্ভাবন প্রদর্শনে অনেক ধরনের প্ল্যাটফর্ম পাচ্ছে। আইবিএমের বৈশ্বিক কর্মসূচির ফলে স্টার্ট-আপগুলো এখন আরো বেশি সমর্থন ও সহযোগিতা পাবে এবং উপযুক্ত স্টার্ট-আপগুলো আগামী এক বছরের জন্য প্রতি মাসে এক হাজার ডলার সমমূল্যের আইবিএম ক্লাউড ব্যবহারের সুযোগ পাবে।মন্তব্য