kalerkantho


কারখানা পরিদর্শনে এইচ টি ইমাম

প্রযুক্তিপণ্যের বিকাশে বড় অবদান রাখছে ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক   

১০ মার্চ, ২০১৭ ০০:০০প্রযুক্তিপণ্যের বিকাশে বড় অবদান রাখছে ওয়ালটন

গতকাল গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন ইন্ডাস্ট্রিয়াল পার্ক ঘুরে দেখেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, ওয়ালটন যুগের সঙ্গে তাল মিলিয়ে শুধু ডিজিটাল পদ্ধতি নয়; বিজ্ঞানভিত্তিক অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগিক ব্যবহারের মাধ্যমে দেশেই তৈরি করছে উচ্চমানের ইলেকট্রনিকস ও ইলেকট্রিক্যাল পণ্য। বহির্বিশ্বে ইলেকট্রনিকস পণ্য খাতে বাংলাদেশের পতাকার বাহক হবে ওয়ালটন।

গতকাল বৃহস্পতিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন শেষে এসব কথা বলেন এইচ টি ইমাম। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, মো. সিরাজুল ইসলাম ও আলমগীর আলম সরকার, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, কর্নেল (অব.) এস এম শাহাদত আলম, সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর শাহজাদা সেলিম, মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌস প্রমুখ।

এইচ টি ইমাম আরো বলেন, ‘ওয়ালটন কারখানায় এসে আমার মনে হচ্ছে, বাংলাদেশে গর্ব করার মতো একটা কিছু ঘটেছে। বাংলাদেশে প্রযুক্তিপণ্য উৎপাদন খাতের যে বিকাশ ঘটেছে, তার পেছনে ব্যাপক অবদান রেখেছে ওয়ালটন। ওয়ালটনের উদ্যোক্তা ও কর্মীদের মেধা ও শ্রমের বিনিময়ে দেশে এই বিশাল শিল্প গড়ে উঠেছে।’

এইচ টি ইমাম ওয়ালটন কারখানা কমপ্লেক্সে পৌঁছলে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের এমডি এস এম আশরাফুল আলম। এইচ টি ইমাম ওয়ালটনের সম্পূর্ণ পরিবেশবান্ধব আর৬০০এ গ্যাসযুক্ত গ্রিন রেফ্রিজারেটর উৎপাদন ইউনিটসহ এলইডি টেলিভিশন, এয়ার কন্ডিশনার, সিলিং ও অন্যান্য উৎপাদন ইউনিট ঘুরে দেখেন।মন্তব্য