kalerkantho


এলইডি টিভিতে ৩১৩% প্রবৃদ্ধি ওয়ালটনের

নিজস্ব প্রতিবেদক   

৭ মার্চ, ২০১৭ ০০:০০অভ্যন্তরীণ বাজারে গত বছর এলইডি টিভি বিক্রিতে ৩১৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে ওয়ালটন। চলতি বছর সাত লাখ এলইডি টিভি বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ওয়ালটন, যা গত বছরের চেয়ে ১০৩ শতাংশ বেশি।

ওয়ালটন জানায়, নিজস্ব কারখানায় উৎপাদন এবং আধুনিক প্রযুক্তি সংযোজনের ফলে পণ্যের উৎপাদন খরচ কমে এসেছে। এতে ওয়ালটন এলইডি টিভির দাম কয়েক দফা কমেছে। যার পরিপ্রেক্ষিতে চাহিদা বেড়েছে। গত বছর দেশের বাজারে তিন লাখ ৪৪ হাজার এলইডি টিভি বিক্রি হয়েছে, যা ২০১৫ সালের তুলনায় ৩১৩ শতাংশ বেশি। চলতি বছর এলইডি টিভি বিক্রিতে ১০৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের টার্গেট নিয়েছে ওয়ালটন।

ওয়ালটনের কর্মকর্তারা জানান, দেশেই উচ্চ গুণগত মানসম্পন্ন এলইডি টিভি তৈরির উদ্দেশ্যে গত বছর বিনিয়োগ বাড়িয়েছে ওয়ালটন। কারখানায় সর্বাধুনিক প্রযুক্তির পৃথক ম্যানুফ্যাকচারিং লাইন স্থাপনের মাধ্যমে প্লাস্টিক কেবিনেট, স্পিকার, রিমোট কন্ট্রোল ইউনিট, মাদার বোর্ড, ইলেকট্রিক পাওয়ার ক্যাবল, এলইডি টিভির প্যানেলসহ অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রপাতি নিজস্ব কারখানাতেই তৈরি করা শুরু করে ওয়ালটন। এ প্রসঙ্গে ওয়ালটন টেলিভিশন সোর্সিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাডিশনাল ডিরেক্টর মোস্তফা নাহিদ হোসেন বলেন, ইলেকট্রনিকস, অপটিক্যাল এবং মেকানিক্যাল ডিজাইনিংসহ সব ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ওয়ালটন। এরই ধারাবহিকতায় টেলিভিশন গবেষণায় ওয়ালটন উদ্ভাবন করেছে কোয়ান্টাম ডট প্লাস প্রযুক্তির আগামী প্রজন্মের স্পেকট্রাকিউ টিভি। যার মাধ্যমে বিশ্ব টেলিভিশন গবেষণায় ওয়ালটন তথা বাংলাদেশ এক নতুন দিগন্তের সূচনা করেছে।মন্তব্য