kalerkantho


ব্রিটিশ আর্থিকসেবা গ্রুপ স্ট্যান্ডার্ড লাইফ

৭ মার্চ, ২০১৭ ০০:০০ব্রিটিশ আর্থিকসেবা গ্রুপ স্ট্যান্ডার্ড লাইফ

ব্রিটিশ আর্থিকসেবা গ্রুপ স্ট্যান্ডার্ড লাইফ ৩.৮ বিলিয়ন পাউন্ডে কিনে নিচ্ছে অ্যাবারডিন অ্যাসেট ম্যানেজমেন্ট। দুই প্রতিষ্ঠান যুক্ত হলে এটি হবে বিশ্বের অন্যতম বৃহৎ ফান্ড ম্যানেজার কম্পানি। এতে বাজারে দুই প্রতিষ্ঠানের সম্মিলিত মূলধন বেড়ে হবে ১১ বিলিয়ন পাউন্ড। এ নিয়ে স্ট্যান্ডার্ড লাইফের প্রধান নির্বাহী কেথ স্কেয়চ বলেন, ‘আমাদের সব সময় উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। আমরা বিশ্বের প্রথম সারির একটি বিনিয়োগ কম্পানি হব। সে লক্ষ্যেই আমরা ব্যবসায় বৈচিত্র্যায়ণ ঘটাচ্ছি।’

 

কেথ স্কেয়চ

সিইও, স্ট্যান্ডার্ড লাইফমন্তব্য