kalerkantho


আশুলিয়ার আটককৃত শ্রমিকদের মামলা দ্রুত নিষ্পত্তিতে চুক্তি

নিজস্ব প্রতিবেদক   

২৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০আশুলিয়ার ঘটনায় শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট সব পক্ষ সহযোগিতা করবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক। তিনি বলেন, যারা কারাগারে আটক আছে তাদের আইনানুগভাবে কারামুক্তির ব্যবস্থা করা হবে। গতকাল মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গার্মেন্ট শিল্প খাতের সার্বিক শ্রম পরিস্থিতি পর্যালোচনার জন্য অনুষ্ঠিত সরকার, মালিক এবং শ্রমিক ত্রিপক্ষীয় সভা শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সভায় আশুলিয়ায় আটককৃত শ্রমিকদের সমস্যা সমাধানে একটি ত্রিপক্ষীয় চুক্তি হয়।মন্তব্য