kalerkantho


এইচএসবিসির মুনাফা কমেছে ৮২ শতাংশ

বাণিজ্য ডেস্ক   

২২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০এইচএসবিসির মুনাফা কমেছে ৮২ শতাংশ

ইউরোপীয় অর্থনৈতিক টানাপড়েনে মুনাফা কমছে ব্রিটিশ আর্থিক প্রতিষ্ঠান এইচএসবিসির। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে কম্পানি জানায়, ২০১৬ সালে নিট মুনাফা কমেছে ৮২ শতাংশ। অপ্রত্যাশিত রাজনৈতিক ও অর্থনৈতিক কারণেই এমন ফলাফল পাওয়া গেছে বলে মনে করে কম্পানি। অনিশ্চিত এ পরিস্থিতি এ বছরও থাকতে পারে বলে আশঙ্কা।

বিবৃতিতে বলা হয়, ২০১৬ সালে এইচএসবিসির নিট মুনাফা এসেছে ২.৪৮ বিলিয়ন ডলার। যেখানে আগের বছর নিট মুনাফা ছিল ১৩.৫২ বিলিয়ন ডলার। এ প্রসঙ্গে এইচএসবিসি গ্রুপের চেয়ারম্যান ডগলাস ফ্লিন্ট বলেন, অস্থির আর্থিক বাজারের ওপর প্রভাব ফেলেছে ভূরাজনৈতিক পরিবর্তন। তিনি আরো জানান, গত বছরের চতুর্থ প্রান্তিকে ব্যাংককে ৩.৪৫ বিলিয়ন ডলার কর পূর্ববর্তী লোকসান গুনতে হয়েছে।

ডগলাস বলেন, ‘ইউরোপের আসছে নির্বাচন বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে, সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সুরক্ষামূলকনীতি বিশ্ব বাণিজ্য কমার কারণ হয়ে উঠেছে। এ ছাড়া ব্রেক্সিটের কারণেও অর্থনীতিতে অনিশ্চয়তা কাজ করছে। এসব কিছু মিলিয়েই আমাদের পথ চলতে হচ্ছে। ফলে এ মুহূর্তে খুব ভালো ফল আশা করা যাচ্ছে না।’

জানা যায়, ব্রেক্সিটের কারণে ইউরোপীয় অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মতো এইচএসবিসিও কম্পানির মুনাফা বাড়ানো নিয়ে অনিশ্চয়তায় আছে। ২০১৫ সালে কম্পানি বিশ্বজুড়ে ৫০ হাজার কর্মী ছাঁটাই করে বার্ষিক ব্যয় পাঁচ বিলিয়ন ডলার কমানোর ঘোষণা দিয়েছিল। এর পাশাপাশি ব্যবসা সম্প্রসারণে এশিয়ায় গুরুত্ব বাড়ানোর কথা জানায়। এএফপি।মন্তব্য