kalerkantho


দুই দিনব্যাপী উৎসব

সিলেট চেম্বারের সুবর্ণ জয়ন্তী

সিলেট অফিস   

২২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০সিলেট চেম্বারের ৫০ বছর বা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী উৎসব আজ বুধবার থেকে শুরু হচ্ছে। দুপুরে আমানউল্লাহ কনভেনশন সেন্টারে উৎসবের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সিলেট চেম্বারের পরিচালক ও উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক খন্দকার শিপার আহমদ জানান, ৫০ বছর পূর্তি উপলক্ষে আজ সকাল ১০টায় চেম্বার ভবনের সামন থেকে এক শোভাযাত্রা বের হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। এ ছাড়া দুই দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি।মন্তব্য