kalerkantho


৩৫ কোটি ডলার কমানো হলো ইয়াহুর দাম

বাণিজ্য ডেস্ক   

২২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০৩৫ কোটি ডলার কমানো হলো ইয়াহুর দাম

ইয়াহুর ইন্টারনেট ব্যবসা কিনবে ভেরিজন, এ নিয়ে কথা যখন চলছিল, তখনই ইয়াহুর ডাটা হ্যাকিংয়ের ঘটনা ঘটল। এতে ইয়াহুর কেনার ব্যাপারে কিছুটা অনাগ্রহ দেখায় ভেরিজন। সেই অনাগ্রহ কাটাতে এবার ৩৫ কোটি ডলার দাম কমিয়ে দিল ইয়াহু। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে দুই কম্পানি জানায়, ইয়াহু বিক্রিতে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে দুই কম্পানি। ভেরিজনের ক্রয়কৃত সম্পদের দাম হবে ৪.৪৮ বিলিয়ন ডলার। উল্লেখ্য, গত বছর ইয়াহুতে দুটি পৃথক সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে প্রথমে ৫০০ মিলিয়ন গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক হয়। এরপর এক বিলিয়ন গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক হয়। এ ঘটনায় ভেরিজনের নির্বাহীরা তদন্তের দাবি জানান। এএফপি।মন্তব্য