kalerkantho


বিসিক শিল্পনগরীতে সৌরবিদ্যুতে কারখানা স্থাপনের উদ্যোগ

বাণিজ্য ডেস্ক   

২০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০বিসিক শিল্পনগরীতে সৌরবিদ্যুতে কারখানা স্থাপনের উদ্যোগ

বড় বিভাগের শিল্পনগরী ছাড়া বিসিকের অন্য শিল্পগুলোর খালি জায়গায় এফবিসিসিআইয়ের উদ্যোগে পরীক্ষামূলকভাবে সৌরবিদ্যুতে (সোলার বেইজ) কারখানা গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল দিনব্যাপী বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) ঢাকা বিভাগের অর্ধবার্ষিক সম্মেলনে বিসিক চেয়ারম্যান মুশতাক হাসান মুহ. ইফতিখার এ কথা বলেন। তিনি বিসিক প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিসিকের পরিচালক (উন্নয়ন ও সম্প্রসারণ) জীবন কুমার চৌধুরী, ঢাকা বিভাগের আঞ্চলিক পরিচালক মো. আহসান হাকিম, মহাব্যবস্থাপক (এমআইএস) মো. ফজলে কিবরিয়াসহ রাজশাহী বিভাগের ১৮টি জেলা কার্যালয়ের প্রধান ও শিল্পনগরীর কর্মকর্তাসহ বিসিক প্রধান কার্যালয় এবং ঢাকা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সম্মেলনে উপস্থিত ছিলেন।

সভায় আরো জানানো হয়, ঢাকা বিভাগের ১৮টি জেলার ২০১৬ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা ছিল দুই হাজার ৩২৫ জন, প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৮২৫ জনকে। অগ্রগতির হার ৩৫ শতাংশ। ২০১৬-১৭ অর্থবছরের ছয় মাসে ক্ষুদ্র ও কুটির শিল্পে ঋণপ্রাপ্ত শিল্প ইউনিটের সংখ্যা দুই হাজার ৫০৭টি এবং কর্মসংস্থান হয়েছে ১১ হাজার ৬৩১ জনের।মন্তব্য