kalerkantho


লোকসানে পড়েছে বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান ক্রেডিট সুইস

১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০লোকসানে পড়েছে বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান ক্রেডিট সুইস

টানা দ্বিতীয় বছর লোকসানে পড়েছে বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান ক্রেডিট সুইস। ২০১৬ সালে কম্পানির নিট লোকসান হয় ২.৪৪ বিলিয়ন সুইস ফ্রা (২.৪৩ বিলিয়ন ডলার)। এর ফলে সুইজারল্যান্ডের দ্বিতীয় বৃহৎ এই ব্যাংকের কার্যক্রম নিয়ে চাপে পড়লেন প্রতিষ্ঠানটির সিইও তাইজান থিয়াম। এ অবস্থায় ব্যয় সংকোচনের পথে কম্পানি হাঁটছে বলে জানালেন থিয়াম। এক বিবৃতিতে বলা হয়, এ বছর পাঁচ হাজার ৫০০ জন কর্মী ছাঁটাই করা হবে। ২০১৬ সালে ছাঁটাই হয় সাত হাজার ২৫০ জন কর্মী।

 

তাইজান থিয়াম

সিইও, ক্রেডিট সুইসমন্তব্য