kalerkantho


ইনফোসিসের সিইও ভিশাল শিক্কা

১৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ইনফোসিসের
সিইও ভিশাল শিক্কা

ভারতীয় সফটওয়্যার কম্পানি ইনফোসিসের প্রতিষ্ঠাতারা প্রশ্ন তুলেছেন কম্পানির সিইও ভিশাল শিক্কার বেতন নিয়ে। এন আর নারায়ণ মারথিসহ অনেকের মতে, তিনি অতিরিক্ত বেতন নিচ্ছেন, একই সঙ্গে কম্পানির পরিচালনা নিয়েও প্রশ্ন তোলেন। এসব প্রশ্নের জবাবে ভিশাল শিক্কা বলেন, ‘গণমাধ্যমে যেসব নাটক হচ্ছে তা আমাদের মনোযোগ ভিন্নমুখী করছে।’ প্রসঙ্গত, শিক্কা জার্মান কম্পানি এসএপি থেকে ২০১৪ সালে ইনফোসিসে আসেন।

 

ভিশাল শিক্কা

সিইও, ইনফোসিসমন্তব্য