kalerkantho


মানবসম্পদ তৈরিতে প্রশিক্ষণ শুরু

বাণিজ্য ডেস্ক   

১০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০দেশের স্কুল ও কলেজে ২০০১টি শেখ রাসেল ডিজিটাল ল্যাবের পরিচালনা ও তথ্য-প্রযুক্তিতে দক্ষ ২৪ হাজার মানবসম্পদ তৈরির লক্ষ্যে গতকাল থেকে শুরু হয়েছে প্রশিক্ষণ কর্মসূচি। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ২০টি স্কুল ও কলেজের ২০ জন ইয়াং বাংলা ল্যাব কো-অর্ডিনেটর ও প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের পক্ষে একজন আইটি শিক্ষক এই প্রশিক্ষণে অংশ নেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন তথ্য-প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী  ভৌমিক ও ঢাকা জেলা প্রশাসক মোহাম্মাদ সালাহউদ্দিন।মন্তব্য