kalerkantho


১৮ মাসে সর্বোচ্চ এশিয়ার শেয়ারবাজার

বাণিজ্য ডেস্ক   

১০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০১৮ মাসে সর্বোচ্চ এশিয়ার শেয়ারবাজার

চীনের ইতিবাচক অর্থনৈতিক খবরে ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে এশিয়ার শেয়ারবাজার। গতকাল বৃহস্পতিবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ হয়। বিশ্লেষকরা জানান, এশিয়ায় কিছুটা স্বস্তি তৈরি হলেও বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বিরাজ করছে ইউরোপের অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে।

গতকাল জাপানের বাইরে এশিয়া প্যাসিফিক এমএসসিআই’স ব্রড ইনডেক্স সূচক ০.৩ শতাংশ বেড়ে ২০১৫ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ হয়। সবচেয়ে ভালো করে হংকং, তাইওয়ান ও চীনের শেয়ারবাজার। একই সঙ্গে ঊর্ধ্বমুখী হয়ে ওঠে ইউরোপের শেয়ারবাজারও। ব্রিটেনের এফটিএসই সূচক বাড়ে ০.১ শতাংশ, জার্মানির ড্যাক্স সূচক বাড়ে ০.২ শতাংশ এবং ফ্রান্সের ক্যাক সূচক বাড়ে ০.৩ শতাংশ।

এইচএসবিসি প্রাইভেট ব্যাংকের এশিয়ার বিনিয়োগ কৌশল প্রধান ফ্যান চুক বলেন, চীনের শেয়ারবাজার আবারও ভালো করতে শুরু করেছে, গতকাল তা আরো দৃশ্যমান হয়েছে। চীনের করপোরেট আয় বা পিপিআই (প্রডিউসার প্রাইস ইনডেক্স) ভালো হওয়ায় শেয়ারবাজারেও এর প্রভাব পড়েছে।

গতকাল স্থিতিশীল ছিল জ্বালানি তেলের বাজারও। ব্রেন্ট তেলের দাম ০.৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি হয় ৫৫.৪৫ ডলার। বেড়েছে ডলারের দামও। আন্তর্জাতিক মুদ্রাগুলোর বিপরীতে ডলার ১০০.৩৯-এ লেনদেন হয়। যা গত সপ্তাহে ছিল ৯৯.৩০। এএফপি।মন্তব্য