kalerkantho


প্রবৃদ্ধি জোরালো হচ্ছে বৃহত্চার দেশের

বাণিজ্য ডেস্ক   

৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০বিশ্ব অর্থনীতি এই মুহূর্তে খুব ভালো অবস্থায় না থাকলেও ইতিবাচক প্রবণতায় এগোচ্ছে বেশ কয়েকটি দেশ। বিশেষ করে বৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি ও ফ্রান্সের অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরালো হচ্ছে। গতকাল বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে উন্নত দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)।

প্যারিসভিত্তিক সংস্থা জানায়, অর্থনৈতিক কর্মকাণ্ডের সূচক লিডিং ইনডিকেটর (সিএলআই) বেড়েছে এ দেশগুলোর। গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের সিএলআই বেড়ে হয়েছে ৯৯.৪ পয়েন্ট, যা এক মাস আগে ছিল ৯৯.৩ পয়েন্ট। জাপানের সিএলআই সূচক ১০০ থেকে বেড়ে হয়েছে ১০০.১। জার্মানির ১০০.৩ থেকে বেড়ে হয়েছে ১০০.৫ পয়েন্ট। একইভাবে ফ্রান্সের সূচকও ০.১ পয়েন্ট বেড়ে হয়েছে ১০০.৬।

সংস্থা জানায়, ব্রিটেনের সূচক বাড়লেও দেশটির ব্যবসা-বাণিজ্য নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। বিশেষ করে ব্রেক্সিটের কারণে দেশটির অর্থনীতি এখনো স্থিতিশীলতায় ফেরেনি। রয়টার্স।মন্তব্য