kalerkantho


‘এডিবির ছয় বিলিয়নডলার ঋণ সহায়তা পাইপলাইনে’

নিজস্ব প্রতিবেদক   

৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০‘এডিবির ছয় বিলিয়নডলার ঋণ সহায়তা পাইপলাইনে’

এশীয় উন্নয়ন ব্যাংক—এডিবির কাছ থেকে গত অর্থবছর ৮১ কোটি ডলার ঋণ সহায়তা পাওয়ার তথ্য জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, চলতি ২০১৬-১৭ অর্থবছরেও একই পরিমাণ ঋণ পাওয়া যাবে। তবে এ বছর বাংলাদেশকে বাড়তি কিছু অনানুষ্ঠানিক ঋণ দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে ম্যানিলাভিত্তিক সংস্থাটি। 

গতকাল বুধবার নিজের দপ্তরে এডিবির ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই জাং-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর মুহিত এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, এডিবির ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। গত অর্থবছরের মতোই এবারও ঋণ সহায়তা দেবে তারা। এ ছাড়া বাংলাদেশকে এবার বাড়তি কিছু অনানুষ্ঠানিক ঋণও দেবে। ভবিষ্যতে এডিবির কাছ থেকে ছয় বিলিয়ন ডলার ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। সেই ঋণ পাওয়ার বিষয়টি পাইপলাইনে (আলোচনা পর্যায়ে) আছে।

মুহিত বলেন, এডিবির ভাইস প্রেসিডেন্ট বার্ষিক ভ্রমণে বাংলাদেশে এসেছেন। তাদের অর্থবছর মাত্র শুরু হয়েছে। ওদের অর্থবছর জানুয়ারি থেকে ডিসেম্বর। বৈঠকে এডিবির ভাইস প্রেসিডেন্টের উপদেষ্টা হুইপিং হুয়াং ও এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি উপস্থিত ছিলেন।মন্তব্য