kalerkantho


মাহিন্দ্রার নতুন ট্রাক্টর বাজারে

বাণিজ্য ডেস্ক   

৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার (ভারত) চ্যানেল পার্টনার কর্ণফুলী গ্রুপের উদ্যোগে নতুন ট্রাক্টরের যাত্রা শুরু হলো। সম্প্রতি কুমিল্লার টাউন হল মাঠে এর উদ্বোধন করা হয়। এতে রয়েছে আধুনিক শক্তিশালী ইঞ্জিন। এই ট্রাক্টরে রয়েছে ১২এফ+৩আর গিয়ার। ট্রাক্টরটি কৃষককের চাহিদা অনুযায়ী জমি চাষ, ফসলের জন্য জমি প্রস্তুত ও পণ্য পরিবহনে ব্যবহার করা যাবে। ট্রাক্টরটির নাম মহিন্দ্রা যুব ৫৭৫। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অরবিন্দ ম্যাথিউ, ইন্টারন্যাশনাল অপারেশন হেড (এএফএস-সাউথ এশিয়া) ও ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় যাদব, কর্ণফুলীর নির্বাহী পরিচালক এ কে সরকার।মন্তব্য