kalerkantho

কর্পোরেট কর্নার

৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০কর্পোরেট কর্নার

প্রাইম ব্যাংকের উদ্যোগে ম্যানেজার ও ম্যানেজার অপারেশনদের জন্য ‘লিডিং সার্ভিস এক্সিলেন্স’ শীর্ষক কর্মশালা সম্প্রতি রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান আজম জে চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তি।


 

ঢাকায় সম্প্রতি এবি ব্যাংকের চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ‘ম্যানেজারস  কনফারেন্স ২০১৭’-এর উদ্বোধন করেন। সংবাদ বিজ্ঞপ্তি।


 

এনসিসি ব্যাংকের তিন দিনব্যাপী বার্ষিক ব্যবসায়িক সম্মেলন গতকাল শ্রীমঙ্গলে শেষ হয়েছে। ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের নির্বাহী ও বিভাগীয় প্রধানদের অংশগ্রহণে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আবদুস সালাম। সংবাদ বিজ্ঞপ্তি।


 

গাইবান্ধায় সম্প্রতি সিম্ফনি মোবাইলের ৪৮তম সেবাকেন্দ্র উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিম্ফনি মোবাইলের হেড অব কাস্টমার সার্ভিস ডিভিশন মোরশেদ-উজ-জামানসহ অন্য কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি।


 

ঢাকার গুলশান ১-এর উদয় টাওয়ারের লেভেল-৭-এ পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়্যারম্যান এম এ হাশেম ও পারটেক্স স্টার গ্রুপের চেয়ারপারসন সুলতানা হাশেম পারটেক্স কেবলসের হেড অফিস উদ্বোধন করেন। সংবাদ বিজ্ঞপ্তি।


 

আমিন মোহাম্মদ গ্রুপের ১০ দিনব্যাপী দলিল হস্তান্তর ও বাড়ি নির্মাণ উৎসব শেষ হয়েছে। যারা বাড়ি নির্মাণে ইচ্ছুক তাদের আমিন মোহাম্মদ গ্রুপ বিনা মূল্যে বাড়ির নকশা প্রদানের আশ্বাস দিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।


 

উদ্যোক্তাদের অন্যতম শীর্ষ সংগঠন টাই গ্লোবালের ঢাকা চ্যাপ্টারের নতুন কমিটি কার্যভার গ্রহণ করেছে। গত শনিবার এক সভায় শামীম আহসান প্রেসিডেন্ট এবং গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।মন্তব্য