kalerkantho

26th march banner

হক গ্রুপের কারখানায় এলপি গ্যাস সরবরাহ করবে বসুন্ধরা

বাণিজ্য ডেস্ক   

৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০হক গ্রুপের কারখানায় এলপি গ্যাস সরবরাহ করবে বসুন্ধরা

হক গ্রুপে এলপি গ্যাস সরবরাহ-সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব ডিভিশন সেলস মীর টি আই ফারুক রিজভি এবং হক গ্রুপের এমডি আদম তমিজি হক

আগামী মার্চ থেকে হক গ্রুপের সব কারখানায় এলপি গ্যাস সরবরাহ শুরু করবে বসুন্ধরা এলপি গ্যাস কম্পনি। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত হক সেন্টারে গতকাল উভয় প্রতিষ্ঠানের মধ্যে এসংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির মাধ্যমে বসুন্ধরা এলপি গ্যাস হক গ্রুপকে যাবতীয় কারিগরি সহযোগিতা করবে। বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব ডিভিশন সেলস মীর টি আই ফারুক রিজভি এবং হক গ্রুপের এমডি আদম তমিজি হক চুক্তিতে স্বাক্ষর করেন।


মন্তব্য