kalerkantho


লেকসিটি রেস্টুরেন্ট ও ফিটনেস সেন্টার উদ্বোধন

বাণিজ্য ডেস্ক   

৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০লেকসিটি রেস্টুরেন্ট ও ফিটনেস  সেন্টার উদ্বোধন

লেকসিটি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার ও লেকসিটি ফিটনেস সেন্টারের উদ্বোধন করেন কনকর্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল

ঢাকার খিলক্ষেতে অবস্থিত লেকসিটি কনকর্ড শপিং কমপ্লেক্সে লেকসিটি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার ও লেকসিটি ফিটনেস সেন্টার অ্যান্ড স্পা গত বুধবার চালু হয়েছে। সংগীতশিল্পী হৃদয় খান ও রন্ধনশিল্পী রাইমা সুলতানা রিতা এবং অন্য অতিথিদের উপস্থিতিতে এগুলোর উদ্বোধন করেন কনকর্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল।

শাহরিয়ার কামাল জানান, এখন লেকসিটির সঙ্গে নতুন করে সংযুক্ত হলো উন্নতমানের দেশি-বিদেশি (থাই, চায়নিজ, কন্টিনেন্টাল, ইন্ডিয়ান এবং দেশীয়) মুখরোচক খাবার। বিয়ে, জন্মদিন, গায়ে হলুদ, কনফারেন্স, করপোরেট ইভেন্ট, সামাজিক অনুষ্ঠান আয়োজন করাসহ সব আধুনিক সুযোগ-সুবিধা আছে এই রেস্টুরেন্টে। এ ছাড়া মানবদেহের ওজন স্বাভাবিক রাখা, সুস্বাস্থ্য ও স্লিম থাকার জন্য অত্যাধুনিক মেশিন ও অভিজ্ঞ জিমন্যাশিয়াম এক্সপার্ট দিয়ে পরিচালিত হচ্ছে লেকসিটি কনকর্ড ফিটনেস সেন্টার অ্যান্ড স্পা।মন্তব্য