kalerkantho


বামা ও সিয়ামের মধ্যে এমওইউ

অটোমোবাইল খাতের উন্নয়নে সহায়তা দেবে ভারত

নিজস্ব প্রতিবেদক   

৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০অটোমোবাইল খাতের উন্নয়নে সহায়তা দেবে ভারত

এমওইউ সই করেন বিএমএএমএ সভাপতি ও রানার অটোমোবাইলসের চেয়ারম্যান হাফিজুর রহমান খান এবং সিয়ামের প্রেসিডেন্ট বিনোদ কে দিশারী

অটোমোবাইল বাণিজ্যকে আরো শক্তিশালী করতে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ভারতের সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচার (সিয়াম) এবং বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বামা) মধ্যে এ চুক্তি সই হয়।

গতকাল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ইন্দো-বাংলা অটোমোটিভ শোতে এমওইউ স্বাক্ষরিত হয়। এতে সই করেন বিএমএএমএ সভাপতি ও রানার অটোমোবাইলসের চেয়ারম্যান হাফিজুর রহমান খান এবং সিয়ামের প্রেসিডেন্ট বিনোদ কে দিশারী। এ সময় আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ, ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডস্ট্রির সভপাতি তাসকিন আহমেদ, সিয়ামের ভাইস প্রেসিডেন্ট পাভি পিসারোদি প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয়, এই চুক্তির ফলে ভারত ও বাংলাদেশের মোটরসাইকেল উত্পাদক প্রতিষ্ঠানগুলো একে অন্যকে সহযোগিতা করবে।

হাফিজুর রহমান খান কালের কণ্ঠকে বলেন, ‘এই সমঝোতা স্মারকের মধ্য দিয়ে দুই দেশের অটোমোবাইল শিল্পে নতুন দিগন্ত উন্মোচিত হলো। আমরা সব ব্যাপারে একে অন্যকে সহযোগিতা করব। মোটরসাইকেল শিল্পে ভারতের দীর্ঘ অভিজ্ঞতা আছে। দুই উদ্যোক্তার যৌথভাবে কাজ করার ক্ষেত্রে এক বিশাল সুযোগ করে দেবে।’

 মন্তব্য