kalerkantho


মিনিস্টার-মাইওয়ান প্যাভিলিয়নে মূল্য ছাড়

বাণিজ্য ডেস্ক   

১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মিনিস্টার-মাইওয়ান প্যাভিলিয়নে ইলেকট্রনিকস পণ্যের ওপর সর্বোচ্চ ২২ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় দেওয়া হচ্ছে। এসি, ফ্রিজ এবং স্মার্ট এলইডি টিভিতে দেওয়া হচ্ছে ১০ হাজার টাকার পর্যন্ত ছাড়। এ ছাড়া অন্যান্য পণ্যে কার্ড ঘষলেই রয়েছে দুই থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় অথবা পুরোটাই ফ্রি। এ অফার বাণিজ্য মেলার শেষ দিন পর্যন্ত চলবে।

মেলায় ৫ নম্বর প্যাভিলিয়নে প্রতিষ্ঠানটির এলইডি টিভিতে আছে আই প্রটেকটিভ গ্লাস, ফলে চোখের কোনো ক্ষতি করে না, এসিতে রয়েছে জাপানি কম্প্রেসার এবং বাংলাদেশে মিনিস্টারই প্রথম দিচ্ছে ১২ বছর ফ্রিজে গ্যারান্টি ও ৬৬ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়। প্রতিটি পণ্যেই ইতালিয়ান প্রযুক্তির তৈরি।

 মন্তব্য