kalerkantho


সংক্ষিপ্ত সংবাদ

ফরচুন শুজের লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক   

২১ অক্টোবর, ২০১৬ ০০:০০ট্যানারি খাতের ফরচুন শুজ অভিহিত মূল্যে শেয়ার ইস্যু করে বাজার থেকে অর্থ উত্তোলন করেছে। গতকাল কম্পানিটির শেয়ার লেনদেন শুরু হলে দাম বেড়েছে ৪৯৭ শতাংশ। অর্থাৎ ১০ টাকার শেয়ারটি সর্বশেষ লেনদেন হয়েছে ৫৯.৭ টাকায়। অর্থাৎ এক দিনে শেয়ারের দাম বেড়েছে ৪৯.৭০ টাকা। ডিএসইর তথ্য অনুযায়ী, ফরচুন শুজ ৪৫ টাকায় ডিএসইতে লেনদেন শুরু করে। অ্যাডজাস্টেড ওপেনিং প্রাইস ছিল ১০ টাকা।


মন্তব্য