kalerkantho


স্বল্প মূলধনী কম্পানির জন্য শিগগির ভেঞ্চার ক্যাপিটাল রুলস

নিজস্ব প্রতিবেদক   

২১ অক্টোবর, ২০১৬ ০০:০০স্বল্প মূলধনী কম্পানির জন্য শিগগির ভেঞ্চার ক্যাপিটাল রুলস

‘ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ফর স্ট্যার্টআপ’ সেমিনারে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান

পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকার নিচে এমন স্বল্প মূলধনী কম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে খুব শিগগির ভেঞ্চার ক্যাপিটাল রুলস গেজেট আকারে প্রকাশ করা হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ডিজিটাল ওয়ার্ল্ডে ‘ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ফর স্টার্টআপ’ শীর্ষক সেমিনারে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন এ কথা বলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের জেনারেল পার্টনার ও বেসিসের সাবেক সভাপতি শামীম আহসান।

বিশেষ অতিথির বক্তব্যে ড. এম খায়রুল হোসেন বলেন, ‘ভেঞ্চার ক্যাপিটাল নিয়ে বিশ্বে অনেক সফলতার গল্প আছে। আমাদের  দেশেও এমন হতে পারে। আমরা লো পেইড-আপ কম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে চাই। আর প্যানেল আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, আইডিএলসি ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী প্রমুখ। অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ‘স্টার্টআপ শুধু পশ্চিমাদের আধিপত্য হতে পারে না, এটি সবার জন্য। আমরা শুধু শহর নয়, গ্রামাঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তাদের ফিন্যান্সিং সহায়তার মাধ্যমে তুলে নিয়ে আসতে চাই।’ আরিফ খান বলেন, ভেঞ্চার ক্যাপিটালের মাধ্যমে ছোট কম্পানিগুলোকে এগিয়ে নিয়ে আসার মোক্ষম সময় এখনই। সরকার এখন তাদের আরো নীতি সহায়তা দিতে পারে। বিশেষ করে ট্যাক্স ইনসেনটিভে। আর বাংলাদেশ ব্যাংকও এখানে বড় ভূমিকা পালন করতে পারে।

ডিজিটাল ওয়ার্ল্ডের দ্বিতীয় দিনে মোট আটটি সেশন ও সেমিনার অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় এক নম্বর সেমিনার হলে ‘লিভিং নো ওয়ান বিহাইন্ড’ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এম নুরুজ্জামান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। দুপুরে ‘বিল্ডিং এ স্মার্ট স্টার্টআপ ইকো সিস্টেম-কানেক্টিং স্টার্টআপ’ শীর্ষক এই প্যানেল ডিসকাশনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তরুণ উদ্যোক্তাদের সহযোগিতার আশ্বাস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তরুণ উদ্যোক্তাদের কার্যকর উদ্যোগ নিয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন। তিনি ডিজিটাল ওয়ার্ল্ডে ইন্ডাস্ট্রি রিডিং ফর ডিজিটাইজেশন অব গভর্নমেন্ট সার্ভিস শীর্ষক সেমিনারে উদ্যোক্তাদের এ আহ্বান জানান। নসরুল হামিদ বলেন, ‘আমাদের উদ্যোক্তাদের সফটওয়্যার ও সেবা বাজারজাতকরণে ত্রুটি থাকার কারণে তারা মাইক্রোসফটের মতো বিদেশি কম্পানির সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছে না। এতে বড় পরিমাণ অর্থ বিদেশে চলে যাচ্ছে।’


মন্তব্য