kalerkantho


প্রগতি লাইফের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   

১৯ অক্টোবর, ২০১৬ ০০:০০পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিয়মিত সভায় বে-মেয়াদি ইউএফএস প্রগতি লাইফ ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন পেয়েছে। গতকাল মঙ্গলবার কমিশনের ৫৮৫তম সভায় প্রসপেক্টাস অনুমোদন পায়। এ ছাড়া রাইট শেয়ার ইস্যুর ক্ষেত্রে অসামঞ্জস্যপূর্ণ তথ্য দেওয়ায় সাফকো স্পিনিং মিলস লিমিটেডকে সতর্ক করা হয়েছে।

কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বে-মেয়াদি ইউএফএস প্রগতি লাইফ ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দেওয়া হয়েছে। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ১০ কোটি টাকা। এই ফান্ডের উদ্যোক্তার অংশ এক কোটি আর বাকি ৯ কোটি বিনিয়োগকারীদের। অভিহিত মূল্য ১০ টাকায় ফান্ড বিক্রির মাধ্যমে অর্থ উত্তোলন করা হবে।

মিউচ্যুয়াল ফান্ডটির উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে ইউনিভার্সাল ফিন্যানশিয়াল সলিউশন লিমিটেড। আর ট্রাস্টি হিসেবে বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কম্পানি (বিজিআইসি) ও কাস্টডিয়ান হিসেবে আছে ব্র্যাক ব্যাংক।


মন্তব্য