kalerkantho


চলতি মৌসুমে তুলার বৈশ্বিক দর বাড়বে

বাণিজ্য ডেস্ক   

১৯ অক্টোবর, ২০১৬ ০০:০০চলতি ২০১৬-১৭ মৌসুমে বিশ্ববাজারে তুলার দাম বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে ইন্টারন্যাশনাল কটন অ্যাডভাইজরি কমিটি (আইসিএসি)। সংস্থার মতে, একই সময়ে পণ্যটির বৈশ্বিক উত্পাদন থাকবে নিম্নমুখী। এ কারণে তুলার মজুদ কমে পাঁচ বছরের মধ্যে সর্বনিম্নে আসতে পারে।

চলতি মৌসুমে বিশ্বব্যাপী তুলার গড় দাম প্রতি পাউন্ড তিন সেন্ট বেড়ে ৭৫ সেন্টে দাঁড়াতে পারে বলে  ধারণা করছে আইসিএসি। সংস্থা জানায়, এ মৌসুমে যুক্তরাষ্ট্রে ৩৩ লাখ টন তুলা উত্পাদিত হবে। যদিও যুক্তরাষ্ট্রের কৃষি সংস্থা ইউএসডিএ জানিয়েছে, এ মৌসুমে যুক্তরাষ্ট্রে ৩৫ লাখ টন তুলা উত্পাদনের সম্ভাবনা রয়েছে।

বিশ্বের অন্যতম বৃহৎ তুলা উত্পাদনকারী দেশ ভারত। গত মৌসুমে খরা ও পোকামাকড়ের আক্রমণের কারণে দেশটিতে পণ্যটির উত্পাদন ব্যাপকভাবে হ্রাস পায়। এতে চলতি মৌসুমে আবাদ কমেছে। ভারতের কৃষকরা লোকসান এড়াতে বিকল্প হিসেবে অন্যান্য শস্যের আবাদ বাড়িয়েছে। তাই চলতি মৌসুমে দেশটিতে ৬ শতাংশ কমে এক কোটি ১২ লাখ হেক্টর জমিতে তুলা আবাদ হবে।

২০১৪-১৫ মৌসুমে ভারতকে ছাড়িয়ে তুলা উত্পাদনে শীর্ষস্থানটি দখলে নিয়েছিল চীন। তবে চলতি মৌসুমে চীনেও ৩ শতাংশ কমে ৪৭ লাখ টন তুলা উত্পাদিত হতে পারে, যা এক দশকের মধ্যে সবচেয়ে কম। এদিকে উত্পাদন কমায় পণ্যটি আমদানিতে উৎসাহিত হচ্ছে চীন। ২০১৬-১৭ মৌসুমে চীন ৯ লাখ ৮০ হাজার টন তুলা আমদানি করতে পারে, যা গতবারের চেয়ে ২০ হাজার টন বেশি। এদিকে চলতি মৌসুম শেষে চীনে ১৩ শতাংশ কমে ৯৯ লাখ টন তুলা মজুদের প্রত্যাশা করছে আইসিএসি। গ্রেইন ওয়ার্ল্ড।


মন্তব্য