kalerkantho


টেক ফান্ড প্রকল্পের প্রধান রাজিব মিশ্র

১৯ অক্টোবর, ২০১৬ ০০:০০টেক ফান্ড প্রকল্পের প্রধান রাজিব মিশ্র

টেলিকম ও ইন্টারনেট কম্পানি সফটব্যাংক ভারতীয় বংশোদ্ভূত রাজিব মিশ্রকে ১০ হাজার কোটি ডলার টেক ফান্ড প্রকল্পের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে। এ অর্থ আগামী পাঁচ বছরে বিশ্বের বিভিন্ন উদীয়মান টেক স্টার্টআপে বিনিয়োগ করা হবে। এ নিয়ে সফটব্যাংকের চেয়ারম্যান ও সিইও ম্যাসাওশি সন বলেন, বড় অঙ্কের এ তহবিল গঠনের মাধ্যমে বৈশ্বিক প্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব।

 

ম্যাসাওশি সন

সিইও, ম্যাসাওশি সন


মন্তব্য