kalerkantho


ইরান থেকে এশিয়ার তেল আমদানি বেড়েছে ৮১ শতাংশ

বাণিজ্য ডেস্ক   

১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ইরান থেকে অশোধিত তেল আমদানি বেড়েছে এশিয়ার দেশগুলোর। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, গত আগস্ট মাসে ইরান থেকে এশিয়ার চার বৃহৎ দেশের অশোধিত তেল আমদানি এক বছর আগের তুলনায় বেড়েছে ৮১.৪ শতাংশ। যা গত সাড়ে পাঁচ বছরে সর্বোচ্চ। এশিয়ার এ চারটি দেশ হচ্ছে চীন, ভারত, দক্ষিণ কোরিয়া ও জাপান। আগস্টে এ চারটি দেশ দৈনিক ১.৮৩৫ মিলিয়ন ব্যারেল তেল আমদানি করে ইরানের কাছ থেকে। ওই মাসে চীন দৈনিক আমদানি করে সাত লাখ ৪৬ হাজার ২৯ ব্যারেল, যা এক বছর আগের তুলনায় ৪৮.৪ শতাংশ বেশি। ভারত আমদানি করে দৈনিক পাঁচ লাখ ৭৫ হাজার ৯০০ ব্যারেল, যা এক বছর আগের তুলনায় ১৮৯.৬ শতাংশ বেশি। দক্ষিণ কোরিয়া আমদানি করে দৈনিক দুই লাখ ৭৭ হাজার ৬১৩ ব্যারেল, যা এক বছর আগের তুলনায় ১১২.৩ শতাংশ বেশি এবং জাপান আমদানি করে দৈনিক দুই লাখ ৩৫ হাজার ৬১২ ব্যারেল। এএফপি


মন্তব্য