kalerkantho


২০ ইঞ্চি ‘বুম বক্স’ এলইডি টিভি আনল ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক   

১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০২০ ইঞ্চি ‘বুম বক্স’ এলইডি টিভি আনল ওয়ালটন

টেলিভিশনের বাজারে নতুন ও ব্যতিক্রমী মডেলের ২০ ইঞ্চি এলইডি (লাইট এমিটিং ডায়োড) টিভি এনেছে ওয়ালটন। এই টিভির দুই পাশে আছে চারটি শক্তিশালী ডলবি সাউন্ড বক্স। যে কারণে একে বলা হচ্ছে ওয়ালটন ‘বুম বক্স’ টিভি। নতুন মডেলের এই টিভিটি বাজারে পাওয়া যাচ্ছে ১২ হাজার ৫০০ টাকায়। সাশ্রয়ী মূল্যে এইচডি (হাই ডেফিনেশন) ডিসপ্লে, দুই পাশে ডলবি সাউন্ড বক্স সুবিধা থাকায় এটি বাজারে সাড়া ফেলবে বলে আশা করছেন ওয়ালটনের কর্মকর্তারা।

এ প্রসঙ্গে ওয়ালটনের সহকারী পরিচালক ও ‘বুম বক্স’-এর মডেল ম্যানেজার প্রকৌশলী ফখরুল ইসলাম খান বলেন, অত্যাধুনিক প্রযুক্তিতে নিজস্ব তত্ত্বাবধানে তৈরি হচ্ছে বুম বক্স টিভি। যাতে ব্যবহার করা হচ্ছে আইপিএস (ইন প্ল্যান সুইচিং), এডিএস (অ্যাডভান্স সুপার ডাইমেনশন সুইচ) এবং এইচএডিএস (হাই অ্যাডভান্স সুপার ডাইমেনশন সুইচ) প্রযুক্তির প্যানেল। এর ফলে দর্শকরা ওয়াইড ভিউয়িং অ্যাঙ্গেল এবং হাই কন্ট্রাস্টের পিকচার দেখতে পাচ্ছে। এর মাদারবোর্ডে সংযোজন করা হয়েছে পাওয়ার সার্জ প্রোটেকশন এবং ইনডিউচড লাইটেনিং প্রোটেকশন সার্কিট, যা বজ পাত ও হাই ভোল্টেজজনিত ক্ষতির হাত থেকে টিভিকে রক্ষা করবে।

ওয়ালটনের নির্বাহী পরিচালক ও বিপণন বিভাগের প্রধান এমদাদুল হক সরকার বলেন, ব্যাপক চাহিদার কারণে কারখানায় ‘বুম বক্স’ মডেলের উৎপাদন আরো বাড়ানো হয়েছে। ভবিষ্যতেও এলইডি টিভির বাজারে এ রকম ব্যতিক্রমী ডিজাইনের টেলিভিশন সরবরাহের ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ওয়ালটনের কর্মকর্তারা জানান, কোরবানি ঈদ উপলক্ষে গত আগস্ট মাসে ওয়ালটন বাজারে ছেড়েছিল বেশ কয়েকটি নতুন মডেলের এলইডি টিভি। এর মধ্যে রয়েছে ১৯, ২৪, ২৮ ও ৩২ ইঞ্চির সিলভার ভার্সন এলইডি টিভি। কিন্তু বাজারে ২০ ইঞ্চির কোনো এলইডি টেলিভিশন ছিল না। অনেকেই বিশেষ করে গ্রামাঞ্চলের গ্রাহকরা ওয়ালটন শোরুমগুলোতে এসে এই সাইজের টেলিভিশনের খোঁজ করত।


মন্তব্য