kalerkantho


ফখরুল আলম আবারও ওয়ান ব্যাংকের এমডি

বাণিজ্য ডেস্ক   

১২ অক্টোবর, ২০১৬ ০০:০০ফখরুল আলম আবারও ওয়ান ব্যাংকের এমডি

এম ফখরুল আলম ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে গত ৮ অক্টোবর থেকে পরবর্তী তিন বছরের জন্য পুনর্নিয়োগ পেয়েছেন। তিনি ব্যাংকের এমডি পদে দায়িত্ব পালনের আগে ব্যাংকের এএমডি এবং এমডি (চলতি দায়িত্ব) পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

ফখরুল আলম ওয়ান ব্যাংকে দায়িত্ব গ্রহণের আগে ইস্টার্ন ব্যাংকের ডিএমডি এবং করপোরেট ব্যাংকিং, ট্রেজারি ও বিনিয়োগ ব্যাংকিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ফখরুল আলম ১৯৮৩ সালে অগ্রণী ব্যাংকে অফিসার পদে তাঁর কর্মজীবন শুরু করেন এবং পরবর্তী সময়ে আইএফআইসি ব্যাংক, ব্যাংক অব ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনাল (ওভারসিজ) লিমিটেডসহ দেশে ও বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।


মন্তব্য