kalerkantho


ডলারের দাম দুই মাসে সর্বোচ্চ

বাণিজ্য ডেস্ক   

১২ অক্টোবর, ২০১৬ ০০:০০যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াবে, এমন সম্ভাবনা থেকে শক্তিশালী হচ্ছে ডলার। গতকাল মঙ্গলবার ডলারের দাম বেড়ে ১১ সপ্তাহে সর্বোচ্চ হয়। ছয়টি বড় মুদ্রার বিপরীতে ডলারের দাম বেড়েছে ০.৬ শতাংশ।

বছরের শেষ নাগাদ ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াচ্ছে, এমন সম্ভাবনা থেকেই বিনিয়োগকারীরা ডলার ক্রয় বাড়াচ্ছে। অন্যদিকে ট্রাম্প প্রেসিডেন্ট হতে পারবেন না, এমন সম্ভাবনা জোরালো হতে থাকায়ও ডলার শক্তিশালী হচ্ছে। কারণ বিনিয়োগকারীরা মনে করে, ট্রাম্প প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রের রাজনীতি অনিশ্চয়তার মুখে পড়বে, যা নেতিবাচক প্রভাব ফেলবে অর্থনীতিতে।

ফরেক্স ডটকমের বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, ডলারের জন্য ট্রাম্পকে নেতিবাচক হিসেবে দেখা হচ্ছে, আর হিলারির বিজয় ইতিবাচক। বিশেষ করে ট্রাম্প যদি বিজয়ী না হন তবে ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা অনেক বেশি। এ ছাড়া যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানের খবরও ইতিবাচক। এসব কারণেই মূলত ডলার শক্তিশালী হচ্ছে। এএফপি।


মন্তব্য