মৌলভীবাজার, সিলেট, রংপুর ও কুমিল্লায় গতকাল বাজার তদারকিতে ১০টি প্রতিষ্ঠানকে ৪৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা, ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রির অপরাধে জরিমানা আরোপ ও আদায় করা হয়।
মৌলভীবাজারের বড়লেখায় দুটি প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা, সিলেট মহানগরের কোতোয়ালি থানা এলাকায় দুটি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা, রংপুর সদর উপজেলায় দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা এবং কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় তিনটি প্রতিষ্ঠানকে ১১ হাজার ৫০০ টাকাসহ মোট ৪১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে রংপুরে অভিযোগ শুনানির মাধ্যমে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রির অপরাধে দিপু ম্যানেজারকে (রেনাটা লিমিটেড, রংপুর) ছয় হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং একজন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে এক হাজার ৫০০ টাকা প্রদান করা হয়। সব মিলিয়ে ১০টি প্রতিষ্ঠানকে ৪৭ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের