kalerkantho


লেক সিটি কনকর্ড শপিং কমপ্লেক্সের যাত্রা

নিজস্ব প্রতিবেদক   

৯ অক্টোবর, ২০১৬ ০০:০০দেশের ইতিহাসে প্রথম পরিবেশবান্ধব স্যাটেলাইট সিটি হিসেবে যাত্রা শুরু করেছে লেক সিটি কনকর্ড শপিং কমপ্লেক্স। কনকর্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল গতকাল শনিবার কমপ্লেক্সটির উদ্বোধন করেন। রাজধানীর খিলক্ষেতে অবস্থিত শপিং কমপ্লেক্সটিতে থাকছে দেশি-বিদেশি ফ্যাশন হাউস, কসমেটিক ও জুয়েলারি শপ, মেগা সুপার শপ, মোবাইল, কম্পিউটার, ইলেকট্রনিকস, ক্রোকারিজ ও রেস্টুরেন্ট।

কনকর্ড শপিং কমপ্লেক্সের উদ্বোধন শেষে শাহরিয়ার কামাল বলেন, “কনকর্ড শপিং কমপ্লেক্স সম্পূর্ণ পরিবেশবান্ধব একটি প্রকল্প। এটি নির্মাণে কাদামাটির বদলে অত্যাধুনিক প্রযুক্তির ‘হলো ব্লক’ ব্যবহার করা হয়েছে, যা লাখ লাখ ঘনফুট মাটি পোড়ানো থেকে রক্ষা পেয়েছে। লেকসিটি কনকর্ড শপিং কমপ্লেক্সে সম্পূর্ণ ক্রেতাবান্ধব পরিবেশের পাশাপাশি সাশ্রয়ী মূল্যে পণ্য কেনার সুবিধা রেখেছে।’

কনকর্ড গ্রুপের ব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) আশীষ কুমার সরকারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিচালক (সমন্বয়) মো. শাহ কামাল ও কনকর্ড শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী নেতারা।


মন্তব্য