kalerkantho


পুঁজিবাজারে আসতে রোড শো সম্পন্ন

৫০ কোটি টাকা তুলতে চায় ডেল্টা হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক   

৯ অক্টোবর, ২০১৬ ০০:০০৫০ কোটি টাকা তুলতে চায় ডেল্টা হাসপাতাল

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনে আইপিও প্রক্রিয়ায় রোড শো সম্পন্ন করেছে ডেল্টা হসপিটাল লিমিটেড। এই অনুষ্ঠানে কম্পানির নানা দিক ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। অভিহিত মূল্য ১০ টাকায় শেয়ার ইস্যুর মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে ৫০ কোটি টাকা তুলতে চায় ডেল্টা হাসপাতাল। গত বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় ঢাকা রিজেন্সি হোটেলে সেলিব্রেশন হলে এ রোড শো অনুষ্ঠিত হয়।

রোড শো অনুষ্ঠানে কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের সম্প্রসারণে শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন প্রয়োজন। চিকিৎসাসেবা সম্প্রসারণের মাধ্যমে ব্যবসায়িক সম্প্রসারণও ঘটবে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতির পরই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে শেয়ার বিক্রি করবে। পরবর্তী সময়ে সেই শেয়ার সাধারণ জনগণের কাছে বিক্রি হবে।

আইপিও অনুমোদনের পর উত্তোলিত অর্থ দিয়ে ৩১ কোটি ৯ লাখ টাকায় যন্ত্রাংশ ক্রয়, ১৬ কোটি ৬৬ লাখ টাকা ব্যাংক ঋণ পুনরায় পরিশোধ ও দুই কোটি ২৫ লাখ টাকা আইপিও বাবদ খরচ করবে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি ও জাপান থেকে এক বছরের মধ্যে লাইন্যাক মেশিন, এমআরআই মেশিন, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম মেশিন আমদানি করবে।

রোড শো অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত হিসাবে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১.৮৮ টাকা আর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ৪০ টাকা। প্রতিষ্ঠানটির ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড আর রেজিস্ট্রার টু দ্য ইস্যুর দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

রোড শো অনুষ্ঠানে ডেল্টা হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মীর আমজাদ হুসাইন, ব্যবস্থাপনা পরিচালক ডা. সৈয়দ মুকাররম আলী, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. বাকবুল ইসলাম (এফসিএমএ), মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুর রহমান ও পরিচালনা পর্ষদের সদস্যসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া মার্চেন্ট ব্যাংকার্স অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজমেন্ট কম্পানি, মিউচ্যুয়াল ফান্ড, স্টক ডিলার, ব্যাংক, ক্রেডিট রেটিং এজেন্সি, বীমা কম্পানি, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজার, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, রিকগনাইজ পেনশন অ্যান্ড প্রভিডেন্ড ফান্ড, উভয় স্টক এক্সচেঞ্জ ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেল্টা হাসপাতালের চেয়্যারম্যান ইঞ্জিনিয়ার মীর আমজাদ হুসাইন বলেন, ‘রোগীদের চাহিদা মেটাতে ডেল্টা হসপিটাল লিমিটেডের সম্প্রসারণ প্রয়োজন। সম্প্রসারিত হলে অধিক রোগীর সেবা প্রদান নিশ্চিত হবে। এতে প্রতিষ্ঠানটির আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে। ডেল্টা হাসপাতালের লক্ষ্য দেশের জনগণের সামর্থ্যের মধ্যে বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদান।’

ব্যবস্থাপনা পরিচালক ডা. সৈয়দ মুকাররম আলী বলেন, ‘ডেল্টা হাসপাতাল সুদক্ষ ও সক্রিয় অর্থিক ব্যবস্থাপনা দ্বারা পরিচালিত। দেশসেরা প্যাথলজিগুলোর মধ্যে আমাদেরটাই অন্যতম। ডেল্টা হাসপাতালে বিনিয়োগকারীদের ক্রমাগত বিনিয়োগের সুযোগ অব্যাহত রাখা ও স্বার্থরক্ষাই আমাদের মূল লক্ষ্য।’


মন্তব্য