kalerkantho

কর্পোরেট কর্নার

৪ অক্টোবর, ২০১৬ ০০:০০কর্পোরেট কর্নার

লাইফস্টাইল ব্র্যান্ড লোটো ও স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএমের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। এই চুক্তির ফলে বিএসআরএমের উৎপাদনকর্মীদের নিরাপত্তার জন্য লোটো সেফটি শু সরবরাহ করবে। চট্টগ্রামে বিএসআরএমের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোটো বাংলাদেশের এমডি কাজী জামিল ইসলাম ও বিএসআরএমের এক্সিকিউটিভ ডিরেক্টর তপন সেনগুপ্ত। সংবাদ বিজ্ঞপ্তি।


 

 

বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস ভোজ্য তেলের রিটেইল ফিলিং মেশিন সাপ্লাইয়ের জন্য ইতালীয় কম্পানি এএমএস ফেরারির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সিনিয়র ডিএমডি বেলায়েত হোসেন, সিনিয়র অ্যাডভাইজার এ আর রশিদি, হেড অব ডিভিশন (সাপ্লাই চেইন) আব্দুস শুকুর এবং এএমএস ফেরারির পক্ষে উপস্থিত ছিলেন মি. লরেঞ্জো আরাবি (জেনারেল ডিরেক্টর), মি. জিরারডো পেরিনেলো (জেনারেল ডিরেক্টর) এবং স্থানীয় প্রতিনিধিত্বকারী কম্পানি টেকনো প্লাস্ট কনসালট্যান্সির প্রেসিডেন্ট এবং সিইও হাবিবুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি।


মন্তব্য