kalerkantho


লভ্যাংশ ঘোষণা করল ইবনে সিনা

নিজস্ব প্রতিবেদক   

৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ওষুধ ও রসায়ন খাতের কম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ আর বাকি ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

গতকাল রবিবার কম্পানির পর্ষদ সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়। চলতি বছরের প্রথম ছয় মাসের (জানুয়ারি-জুন) জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ নভেম্বর কম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ২৪ অক্টোবর।


মন্তব্য