kalerkantho


রাকিন সিটিতে প্রকল্প প্রদর্শন

বাণিজ্য ডেস্ক   

২ অক্টোবর, ২০১৬ ০০:০০রাকিন সিটিতে প্রকল্প প্রদর্শন

মিরপুরে অবস্থিত প্রথম প্রকল্প বিজয় রাকিন সিটি প্রাঙ্গণে বক্তব্য দেন কম্পানির এমডি এস এ কে একরামুজ্জামান

রাকিন ডেভেলপমেন্ট কম্পানি (বিডি) মিরপুরে অবস্থিত প্রথম প্রকল্প বিজয় রাকিন সিটি প্রাঙ্গণে এক অডিও ভিজ্যুয়াল প্রদর্শনী ও প্রকল্প পরিভ্রমণের আয়োজন করেছে। ক্রেতাদের জন্য গতকাল এই অনুষ্ঠানে কম্পানির এমডি এস এ কে একরামুজ্জামান প্রকল্পের বৈশিষ্ট্যগুলো তুলে ধরেন। একই সঙ্গে তিনি বলেন, বিজয় রাকিন সিটি হতে যাচ্ছে দেশের প্রথম ও আন্তর্জাতিক মানসম্পন্ন নিরাপদ আবাসন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কম্পানির সিওও লেফটেন্যান্ট কর্নেল জহুরুল ইসলাম পিএসসি (অবসরপ্রাপ্ত), জেনারেল ম্যানেজার সেলস এস এম শাকিল সারোয়ারসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।


মন্তব্য