kalerkantho


সম্পদ বাজেয়াপ্ত হওয়ার ঝুঁকিতে গুলনারা কারিমভা!

২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০সম্পদ বাজেয়াপ্ত হওয়ার ঝুঁকিতে গুলনারা কারিমভা!

উজবেকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ইসলাম কারিমভের পরিবারের সদস্যদের সম্পদ বাজেয়াপ্ত হতে পারে। কারিমভের দীর্ঘ শাসনে পরিবারের সদস্যরা বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। বিশেষ করে কন্যা গুলনারা কারিমভার বিরুদ্ধে ভিম্পেলকমসহ কয়েকটি টেলিকম কম্পানির কাছ থেকে বিপুল অঙ্কের ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে, সেই সঙ্গে রয়েছে কর ফাঁকির অভিযোগ। ফলে বাবার মৃত্যুর পর সম্পদ বাজেয়াপ্ত হওয়ার ঝুঁকিতে পড়েছেন প্রভাবশালী এই নারী।

 

গুলনারা কারিমভা

উদ্যোক্তা, উজবেকিস্তান


মন্তব্য