kalerkantho


চাকরি হারাবেন তিন হাজার এরিকসন কর্মী!

২৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০চাকরি হারাবেন তিন হাজার এরিকসন কর্মী!

ব্যয় সাশ্রয়ের উদ্দেশ্যে সুইডেনে থাকা তাদের সর্বশেষ ম্যানুফেকচারিং সাইটটিও বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে টেলিকম যন্ত্রপাতি প্রস্তুতকারী কম্পানি এরিকসন। এতে চাকরি হারাবেন তিন হাজার কর্মী। কয়েক বছর থেকেই বাজার ভালো যাচ্ছে না স্টকহোমভিত্তিক এ কম্পানির। এ অবস্থায় ব্যয় সাশ্রয়ের পথে এগোচ্ছেন সিইও জন ফ্রিখামার। ২০১৪ সালে কম্পানি ১.১ বিলিয়ন ডলার ব্যয় সাশ্রয় করেছিল। 

 

জন ফ্রিখামার

সিইও, এরিকসন


মন্তব্য