kalerkantho


ভারতে লাফার্জকে কিনতে চার হাজার কোটি রুপির বন্ড.

বাণিজ্য ডেস্ক   

২২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ভারতে লাফার্জকে কিনতে চার হাজার কোটি রুপির বন্ড.

ভারতে লাফার্জ সিমেন্টের তিনটি কারখানা কিনতে বন্ড ছেড়ে চার হাজার কোটি রুটি সংগ্রহ করছে দেশটির সাবান ও ডিটারজেন্ট প্রস্তুতকারী কম্পানি নিরমা গ্রুপ। গত সোমবার ছিল বন্ড কেনার জন্য প্রস্তাব জমা দেওয়ার শেষ দিন। এদিন পর্যন্ত ছয় হাজার কোটি রুপির বন্ড কেনার প্রস্তাব জমা পড়ে। বন্ড ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয় বার্কলেস, ক্রেডিট সুইস এবং আইডিএফসিকে।

লাফার্জের কারখানার ক্রেতা নিরমা গ্রুপ ভারতের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী। দেশটিতে সাবান, ডিটারজেন্ট, লবণ, সোডা অ্যাশ, কস্টিক সোডা, সিমেন্ট, প্যাকেজিং ও গৃহস্থালিতে ব্যবহার্য বিভিন্ন পণ্যের জোরালো ব্যবসা আছে এই গ্রুপের। ভারত ও যুক্তরাষ্ট্রে ওই কম্পানির ১২টির বেশি কারখানা আছে।

নিরমার এ বন্ড ভারতে স্থানীয় মুদ্রায় (রুপি) সবচেয়ে বড় আকারের বড় ইস্যুর রেকর্ড সৃষ্টি করেছে। পাঁচ বছর মেয়াদি এ বন্ডে গড় বার্ষিক সুদের হার ৮.৬৮ শতাংশ। এটি পাঁচ বছরে পর্যায়ক্রমে অবসায়িত হবে। বন্ডটি বোম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে।

গত জুলাই মাসে কারখানা ক্রয়-বিক্রয়ের বিষয়ে লাফার্জ ইন্ডিয়া এবং নিরমা গ্রুপের মধ্যে চুক্তি হয়। এ চুক্তির আওতায় নিরমা ভারতে অবস্থিত লাফার্জের তিনটি কারখানাসহ সব সম্পদ কিনে নেবে। আর এর জন্য কম্পানিটিকে বিনিয়োগ করতে হবে ১৪০ কোটি ডলার।

সুইস কম্পানি হোলসিমের সঙ্গে একীভূতকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে ভারতে তিনটি কারখানা বেচতে হচ্ছে ফরাসি কম্পানি লাফার্জকে। লাফার্জ ও হোলসিমের একীভূতকরণ এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় মার্জারের ঘটনা।

লাফার্জকে কেনার মাধ্যমে বড় ধরনের ব্যবসা বহুমুখীকরণের দিকে যাচ্ছে নিরমা। লাফার্জের তিন কারখানা কেনার অর্থ সংগ্রহে বন্ড ইস্যু করার জন্য নিরমা গ্রুপ নিরকেম (Nirchem) নামে একটি স্পেশাল পারপাস ভেহিকল গঠন করে। তার মাধ্যমেই আলোচিত বন্ড ইস্যু করা হয়। রয়টার্স ও ইকোনমিক টাইমস।


মন্তব্য