kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০১৬। ২৪ অগ্রহায়ণ ১৪২৩। ৭ রবিউল আউয়াল ১৪৩৮।


(জিএসকে) নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এমা ওলমস্লে

২২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০



(জিএসকে) নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এমা ওলমস্লে

ফার্মাসিউটিক্যাল কম্পানি গ্লাক্সোস্মিথক্লিনের (জিএসকে) নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হলেন এমা ওলমস্লে। তিনি এর আগে কম্পানির ভোক্তা স্বাস্থ্যসেবা বিভাগের প্রধান ছিলেন।

লন্ডনভিত্তিক বিশ্বের অন্যতম বৃহৎ এ ফার্মাসিউটিক্যাল কম্পানির প্রথম নারীপ্রধান তিনি। জানা যায়, কম্পানির অনেক বিনিয়োগকারী বাইরে থেকে নতুন নেতৃত্ব চাইলেও কাজের অভিজ্ঞতা ও দক্ষতার কারণে এমাকে এ দায়িত্ব দেওয়া হয়।

এমা ওলমস্লে

সিইও, জিএসকে


মন্তব্য