kalerkantho

শুক্রবার । ৯ ডিসেম্বর ২০১৬। ২৫ অগ্রহায়ণ ১৪২৩। ৮ রবিউল আউয়াল ১৪৩৮।


নর্থ ইস্ট কানেক্টিভিটি সম্মেলনে যাচ্ছেন শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   

২১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০নর্থ ইস্ট কানেক্টিভিটি সম্মেলনে যাচ্ছেন শিল্পমন্ত্রী

ভারতের আগরতলায় অনুষ্ঠেয় তৃতীয় নর্থ ইস্ট কানেক্টিভিটি সম্মেলনে যোগ দিচ্ছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এতে যোগ দিতে আজ দুপুরে সড়কপথে আখাউড়া চেকপোস্ট হয়ে তিনি ভারতের ত্রিপুরার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

২২ ও ২৩ সেপ্টেম্বর আগরতলার প্রজ্ঞা ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ত্রিপুরা সরকারের শিক্ষা, শিল্প ও বাণিজ্য, তথ্যপ্রযুক্তি ও আইনমন্ত্রী তপন চক্রবর্তীর আমন্ত্রণে শিল্পমন্ত্রী এ সম্মেলনে যোগ দিচ্ছেন। ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাট্রিজের আয়োজনে সম্মেলনে বাংলাদেশসহ দক্ষিণপূর্ব এশিয়ার ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা অংশ নেবে।

সম্মেলনে অংশগ্রহণের ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত বন্ধন সুদৃঢ় হবে। পাশাপাশি উত্তরপূর্ব ভারত ও বাংলাদেশের মধ্যে শিল্পপ্রযুক্তি, অভিজ্ঞতা ও মেধাসম্পদ বিনিময় এবং নিবিড় সংযোজনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দুয়ার উন্মোচিত হবে। শিল্পমন্ত্রী আগামী ২৪ সেপ্টেম্বর দেশে ফিরে আসবেন।


মন্তব্য