kalerkantho

রবিবার । ১১ ডিসেম্বর ২০১৬। ২৭ অগ্রহায়ণ ১৪২৩। ১০ রবিউল আউয়াল ১৪৩৮।


বিশ্বের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট সেবার বাইরে

বাণিজ্য ডেস্ক   

২০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০বিশ্বের ৫৩ শতাংশ মানুষ এখনো ইন্টারনেট সেবার বাইরে রয়েছে। এ সেবার আওতায় এসেছে মাত্র  ৪৭ শতাংশের কাছাকাছি মানুষ।

এমনকি চীন ও ভারত বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় দুই ইন্টারনেট বাজার হলেও এ দেশ দুটি সেই ছয়টি দেশের তালিকায় রয়েছে যে দেশগুলোর ৫৫ শতাংশ মানুষ ইন্টারনেট সেবার বাইরে। সম্প্রতি জাতিসংঘ (ইউএন) ব্রডব্যান্ড কমিশনের এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ মোট ২০টি দেশে ইন্টারনেট সেবা ব্যবহার করে না এমন তিন-চতুর্থাংশ মানুষের বসবাস। বিষয়টিকে উদ্বেগজনক উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সাল শেষে বিশ্বব্যাপী ৩৫০ কোটি মানুষ নিয়মিত ইন্টারনেট সুবিধার আওতাভুক্ত হবে। ২০১৫ সাল শেষে বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৩২০ কোটি।


মন্তব্য