kalerkantho

রবিবার। ৪ ডিসেম্বর ২০১৬। ২০ অগ্রহায়ণ ১৪২৩। ৩ রবিউল আউয়াল ১৪৩৮।


ডেইলি শপিংয়ে সোনার আংটি পেলেন ৪১ ক্রেতা

বাণিজ্য ডেস্ক   

১৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০সুপারশপ ডেইলি শপিংয়ে পণ্য কিনে সোনার আংটি জিতেছেন ৪১ জন ক্রেতা। ‘সোনায়-সোহাগা’ অফারে কেনাকাটা করে তাঁরা এই উপহার পেয়েছেন।

গত ৭ সেপ্টেম্বর রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল সেন্টারে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

জানা গেছে, গত আগস্টে ডেইলি শপিংয়ের দেশব্যাপী ৪৪টি আউটলেটে এই অফার দেওয়া হয়। আউটলেট থেকে ন্যূনতম ৩০০ টাকার পণ্য কিনে ক্রেতারা পেয়েছে একটি স্ক্র্যাচ কার্ড। কার্ড ঘষে তারা তাত্ক্ষণিক ওয়েফার, গুঁড়ো দুধ, নুডলস, কোমল পানীয়সহ অসংখ্য পুরস্কার জিতেছে।


মন্তব্য