kalerkantho


দীর্ঘ ছুটিতে বেনাপোলে আটকা পড়েছে পণ্যবাহী ট্রাক

বেনাপোল প্রতিনিধি   

১২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০টানা ৯ দিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকছে। এতে দুই দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবোঝাই  ট্রাক। আগামী ১৭ সেপ্টেম্বর আবার এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু হবে।

বেনাপোল কাস্টমস কার্গো অফিসার অমিত বরন জানান, শুক্রবার থেকে বুধবার পবিত্র ঈদুল আজহার ছুটি থাকায় ছয় দিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ থাকবে। আগামী বৃহস্পতিবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম আবার চালুর কথা থাকলেও ভারতের সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীদের অসহযোগিতার কারণে বৃহস্পতিবার আমদানি-রপ্তানি হচ্ছে না। এবার শুক্র ও শনিবার আবারও সরকারি ছুটি থাকছে। সব মিলিয়ে টানা ৯ দিন বন্ধ থাকছে বন্দর। এদিকে টানা ছুটির কবলে পড়ে দুই দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। যার বেশির ভাগই রপ্তানিমুখী গার্মেন্ট শিল্পের কাঁচামাল রয়েছে।


মন্তব্য