kalerkantho

কর্পোরেট কর্নার

৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০কর্পোরেট কর্নার

বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) ও সিটিসি সুদানের মধ্যে এক লাখ ১০ হাজার ৪৫ বেল পাটপণ্যের ব্যবসায়িক চুক্তি হয়েছে। যার বাজারমূল্য প্রায় ২৬০ কোটি টাকা। বিজেএমসির চেয়ারম্যান ড. মো. মাহমুদুল হাসান এবং সিটিসির স্বত্বাধিকারী ড. আলামিন আহমেদ আবদেল্লাতিফ চুক্তি স্বাক্ষর করেন। সংবাদ বিজ্ঞপ্তি।


 

 

‘ইআরপি সিস্টেম’ প্রবর্তনে চুক্তি করল সামিট ও প্রাইস ওয়াটারহাউস কুপারস (পিডব্লিউসি)। সম্প্রতি সামিট সেন্টারে চুক্তিতে স্বাক্ষর করেন সামিটের পরিচালক ফিন্যান্স আজহারুল হক এবং পিডব্লিউসির বাংলাদেশের ব্যবস্থাপনা পার্টনার মামুন রশীদ


 

 

এক্সপ্রেস মানি রেমিট্যান্স সেবা চালু করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের এমডি মো. হাবিবুর রহমান এবং এক্সপ্রেস মানির বিজনেস ডেভেলপমেন্ট এমইএএসএ অ্যান্ড সিআইএসর ভাইস প্রেসিডেন্ট অরবিন্দ মাইলার। সংবাদ বিজ্ঞপ্তি।


 

 

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর একাডেমিক ভবনে সম্প্রতি মেঘনা ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান এইচ এন আশিকুর রহমান এমপি। সংবাদ বিজ্ঞপ্তি।


 

 

ইউনাইটেড আরব আমিরাতে (ইউএই) যমুনা ব্যাংক ও এক্সপ্রেস মানি সার্ভিসেস, ইউএইর মধ্যে সম্প্রতি একটি করপোরেট চুক্তি হয়েছে। যমুনা ব্যাংকের এমডি শফিকুল আলম এবং এক্সপ্রেস মানি, ইউএইর সিওও সুদেশ গিরিয়ান চুক্তিটি স্বাক্ষর করেন


 

 

পুরানা পল্টনের ডিআর টাওয়ারে ইসলামী ইনস্যুরেন্স বাংলাদেশের প্রধান কার্যালয় নিজস্ব ফ্লোরে উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও কম্পানির চেয়ারম্যান মোহাম্মদ সাঈদ খোকন। সংবাদ বিজ্ঞপ্তি।


 

 

ডিএইচএস মোটরসের মহাখালী শোরুমে হোন্ডা ব্র্যান্ডের নতুন গাড়ি সিভিক টারবো ২০১৭ এর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএইচএস মোটরসের চেয়ারম্যান ওবেদ আর নিজাম, পরিচালক ফারহানা হক চৌধুরীসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা


 

 

‘টপার টপ কুক’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি রেস্তোরাঁয় সেরা ১০ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে টপারের ব্র্যান্ড ম্যানেজার শরীফুল ইসলাম ও আরএফএলের হেড অব সেলস আবদুল কুদ্দুস মিয়া উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।


 

বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) পঞ্চম এজিএম সম্প্রতি ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি মাহবুব আহমেদ, সিনিয়র সচিব, অর্থ বিভাগ। আরো ছিলেন পরিচালক ও শেয়ারহোল্ডার মনোয়ার ইসলাম, সচিব, বিদ্যুৎ বিভাগ। সংবাদ বিজ্ঞপ্তি।


মন্তব্য