kalerkantho


বিল উইন্টারস দুই দিনের সফরে বাংলাদেশে

৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০বিল উইন্টারস দুই দিনের সফরে বাংলাদেশে

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্রুপ চিফ এক্সিকিউটিভ বিল উইন্টারস দুই দিনের সফরে মঙ্গলবার বাংলাদেশে এসেছেন। ঢাকায় অবস্থানকালে তিনি অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ ব্যাংকিং খাতের বিশেষজ্ঞদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাত্কালে তিনি বর্তমানে যে ৭২টি দেশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কার্যক্রম আছে, সেখানে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেওয়ার জন্য তাঁর গৃহীত কর্মকৌশল সম্পর্কে আলোচনা করেন। ২০১৫ সালের মে মাসে যোগদানের পর বিল উইন্টারস গত ১০ জুন ২০১৫ তারিখে স্ট্যান্ডার্ড চার্টার্ড পিএলসির গ্রুপ চিফ এক্সিকিউটিভ হিসেবে নিযুক্ত হন।


মন্তব্য