kalerkantho


মানিকগঞ্জে বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি কর্মশালা

মানিকগঞ্জ প্রতিনিধি   

২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে রাজমিস্ত্রিদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক এক কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জের আশা টাওয়ার মিলনায়তনে এ কর্মশালায় অংশ নেন প্রায় ১০০ রাজমিস্ত্রি। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা সিমেন্টের ঢাকা বিভাগীয় ম্যানেজার এ কে এম লুত্ফর হক খসবু। আরো উপস্থিত ছিলেন সাভার এরিয়া ম্যানেজার রাজু আহম্মেদ, ইঞ্জিনিয়ার মো. তৌফিকুল ইসলাম ও শরীফুল ইসলাম। সভাপতিত্ব করেন রহিম খান।

বক্তারা বলেন, দেশের সর্বোচ্চ উৎপাদনক্ষম আধুনিক কারখানার মাধ্যমে বসুন্ধরা সিমেন্ট বর্তমানে প্রায় ৫.০৫ মিলিয়ন টন সিমেন্ট উৎপাদন করছে। জার্মান প্রযুক্তি ভিআরএম ব্যবহার করায় সিমেন্টের সুক্ষতা বাড়িয়ে দেয় এবং এই সিমেন্ট ব্যবহারে নির্মিত স্থাপনার দীর্ঘ স্থায়িত্বের নিশ্চয়তা দেয়। যে কারণে সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতুসহ বড় বড় প্রকল্পে বসুুন্ধরা সিমেন্ট ব্যবহার করা হচ্ছে।


মন্তব্য