kalerkantho


প্রিমিয়ার ব্যাংকের নতুন দুই ডিএমডি

বাণিজ্য ডেস্ক   

৩ এপ্রিল, ২০১৬ ০০:০০প্রিমিয়ার ব্যাংকের নতুন দুই ডিএমডি

সৈয়দ নওশের আলী ও শামসুদ্দীন চৌধুরী সম্প্রতি প্রিমিয়ার ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে তাঁরা দুজনই শাখা ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেছেন। নওশের আলী ১৯৮৬ সালে এবি ব্যাংক থেকে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ২০০০ সালে প্রিমিয়ার ব্যাংকে যোগ দেন এবং পরবর্তী সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

এদিকে শামসুদ্দীন চৌধুরী ১৯৮৫ সালে ন্যাশনাল ব্যাংক থেকে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ২০০৬ সালে প্রিমিয়ার ব্যাংকে যোগ দেন। ৩১ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।


মন্তব্য